গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় তারা লাকি আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।
মঙ্গলবার (১১ মার্চ) রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা, '১৩'র খুনিরা হুঁশিয়ার সাবধান', 'শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন', 'ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা', 'শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক', 'শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না' স্লোগান দেন।
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, আজকে একটা ইস্যু তৈরি করে, পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। এই জগন্নাথের মাটি থেকে লাকি আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শাহবাগ একটি ঘৃণিত নাম হয়ে থাকবে।
আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে। লাকীসহ যেসব শাহবাগীরা ২০১৩তে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের কেন এখনো গ্রেফতার হচ্ছে না? দেশকে অস্থিতিশীল করলে আবার জুলাই বিপ্লব হবে।
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান বলেন, আমরা দেখেছি, ২০১৩ তে লাকি আক্তাররা, ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল। যদি আবারও তারা বাংলাদেশে ২০১৩র মত নারকীয় পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা আবু সাঈদ, মুগ্ধদের মত রুখে দিবো।