সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় ছাত্রদলের ৫৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কামরান উদ্দিন অপু। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন: খালেদ আহমদ, তারেক আজিজ মুন্না, মো. রাকিবুল হাসান, সোলেমান রাহাত, সুবেদ আলী।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় ছাত্রদলের নতুন নেতৃত্ব দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। নতুন কমিটির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে সংগঠনটি নতুনভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।