পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৮৬ দশমিক ৫৬ | ভারতের শিক্ষা নিউজ

পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৮৬ দশমিক ৫৬

ভারতের পশ্চিমবঙ্গে ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, যা গতবার তা ছিলো ৮৬ দশমিক ৩১ শতাংশ।

#ভারত #পশ্চিমবঙ্গ #শিক্ষা #রেজাল্ট

ভারতের পশ্চিমবঙ্গে ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে।

এবার মাধ্যমিকে পাসের হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, যা গতবার তা ছিলো ৮৬ দশমিক ৩১ শতাংশ।

শুক্রবার সকালে মাধ্যমিকের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। তবে এ ফল পরীক্ষার্থীরা হাতে পেয়েছেন দুপুরে।

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনেও মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।

জানা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬ দশমিক ৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬ দশমিক ০৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২ দশমিক ৩০ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০ দশমিক ৫২ পারসেন্ট। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার।

এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের হিসেবে ৯৯ দশমিক ৪৬ শতাংশ। যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল।

তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিলো ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিলো ৯ লাখ ৬৯ হাজার ৪২৫ জন।

এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিলো ৯ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল দেয়া হলো।

#ভারত #পশ্চিমবঙ্গ #শিক্ষা #রেজাল্ট