মাদরাসার দুই ছাত্রকে বেধড়ক পেটালেন পরিচালকের ভাই | মাদরাসা নিউজ

মাদরাসার দুই ছাত্রকে বেধড়ক পেটালেন পরিচালকের ভাই

মাদরাসায় আসতে দেরি করায় দুই ছাত্রকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

#মাদরাসা #শিক্ষার্থী #শিক্ষক

মাদরাসায় আসতে দেরি করায় দুই ছাত্রকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলায়পুর ইউনিয়নের বুধাই মাদবর কান্দি গ্রামের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার ও এতিমখানায়।

পেটানো ওই ব্যক্তির নাম ইয়াকুব খান। তিনি ওই মাদরাসার পরিচালক ইকবাল হোসেন খানের ছোট ভাই ও মালয়েশিয়া প্রবাসী। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হলেও মাদরাসা কৃর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি।

আহত শিক্ষার্থীরা হলেন- নড়িয়া উপজেলা ভোজেশ্বর এলাকার মৃত রাজিব মোল্যার ছেলে রাইয়ান হোসেন (১১) ও জাজিরা উপজেলার বিলাসপুরের মহরখান্দির সুমন মাদবরের ছেলে সামিউর রহমান (৯)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের ভিডিওটি ৩১ সেকেন্ডের। এতে দেখা যায়, মাদরাসার ভেতর লুঙ্গি ও শার্ট পরা এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীর সামনে দুইজনকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। শিক্ষার্থীরা ভয়ে অনুনয়-বিনয় করলেও তাদের কথা না শুনে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওই ব্যক্তি।

ভিডিওটির সূত্র ধরে সরেজমিন গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক ইকবাল হোসেন খানের ছোট ভাই ও মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব খান দেশে আসেন। নিয়মিত ওই মাদারাসা থাকা শুরু করেন। এক সময় তিনিও মাদরাসায় পড়াতেন।

গত ঈদুল ফিতরের আগের শুক্রবার মাদরাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের কাজ করার জন্য সব শিক্ষার্থীকে সকালে মাদরাসায় আসতে বলা হয়। কিন্তু মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র সামিউর রহমান এবং তৃতীয় শ্রেণির ছাত্র রাইয়ান হোসেন দেরি করে আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদরাসা পরিচালকের ভাই ইয়াকুব খান। তিনি হাতে লাঠি নিয়ে ওই দুই ছাত্রকে বেধড়ক পেটায়। এতে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। বিশেষ করে রাইয়ানের পায়ের হাটুর নিচে ফেটে যায়। ওই শিক্ষার্থীরা বাড়িতে তাদের মাকে বললে তারা (অভিভাবক) ভয়ে মাদরাসা আসেনি।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে ইয়াকুব মালয়েশিয়া চলে যায়। গতকাল শুক্রবার রাতে ৩১ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

আহত শিক্ষার্থী রাইয়ান হোসেন ও সামিউর রহমান বলেন, আমাদেরকে ভোরে আসতে বলেছিল হুজুরের ভাই। আসতে দেরি হওয়ায় ইয়াকুব ভাই (মাদরাসা পরিচালকের ছোট ভাই) লাঠি দিয়ে পেটায়। হাত ধরার পরেও মাফ করে নাই।

এ বিষয়ে রাইয়ান হোসেনের মা রুবিনা আক্তার ও সামিউর রহমানের মা সোমা আক্তার বলেন, ছেলেকে বেধড়ক মারছে। ব্যথায় তাদের জ্বর হয়েছিল, ওষুধ খাওয়াইছি। আজ (শনিবার) আমাদের আসতে বলেছে হুজুর। আমরা গরিব মানুষ, এ ঘটনার বিচার চাই।

মাদরাসার পরিচালক ইকবাল হোসেন খান বলেন, আমার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী। দুই মাস ধরে এখানে ছিল। আগেও এখানে শিক্ষকতা করতেন। আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

#মাদরাসা #শিক্ষার্থী #শিক্ষক