মাদরাসা এমপিওভুক্তির আবেদনের তারিখ পেছালো | এমপিও নিউজ

মাদরাসা এমপিওভুক্তির আবেদনের তারিখ পেছালো

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

#এমপিও # ইবতেদায়ি মাদরাসা #শিক্ষক

কারিগরি ত্রুটির জন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির অনলাইন আবেদনের তারিখ পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে। এর আগে আবেদনের এই তারিখ ছিলো ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত।

বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd)- Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দফতরে গ্রহণ করা হবে না।

বিশেষভাবে উল্লেখ্য, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তকরণের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে "স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫" অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এমপিও # ইবতেদায়ি মাদরাসা #শিক্ষক