ড. খ ম কবিরুল ইসলাম। ফাইল ছবি
আর একমাস পরেই তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাবেন। কিন্তু সরকারি টাকায় আজ ১২ জুলাই তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। ফিরবেন ১৭ জুলাই। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।
৯ জুলাই শিক্ষা মন্ত্র্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি আদেশে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম সিঙ্গাপুরের কারিগরি ও ভোকেশনাল ইকোসিস্টেম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এবং পলিসি সংলাপে অংশ নেবেন। তবে, প্রশ্ন উঠেছে সরকারের নির্দেশ ‘বিদেশ সফর পরিহার’-এর তোয়াক্কা না করা এবং অবসরের একমাস সরকারি টাকায় অর্জিত জ্ঞান তিনি জাতির কি কাজে লাগাবেন? এ নিয়ে গত দুইদিন ধরে দৈনিক শিক্ষার দপ্তরে একাধিক ফোন কল আসে। শিক্ষা সংশ্লিষ্টরা সচিবের এহেন অন্যায় ও অপরাধের বিষয়ে প্রতিবেদন দেখতে চান তাদের প্রিয় পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এ।জানা যায়, কবিরুলের সফরসঙ্গী রয়েছে মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, অ্যাসেট প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন ও ঢাকা মহিলা পলিটেকনিক-এর অধ্যক্ষ মো. খোরশেদ আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক একজন কর্মকর্তা জানান, যোগ্যতা না থাকলেও কবিরুলের একজন আত্মীয়কে কুষ্টিয়ার এক পলিটেকনিক থেকে এনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) পদে স্ববেতনে বসিয়েছেন। অধিদপ্তরের ইতিহাসে এত জুনিয়র ও অদক্ষ কাউকে এই পদে পদায়ন করা হয়নি। এ নিয়ে অধিদপ্তরে তোলপাড় চলছে সেই জানুয়ারি থেকে। এখন আবার শুনলাম সচিব সাহেব জ্ঞান অর্জন করবেন সরকারি টাকায়। কিন্তু আগামী মাস মানে আগস্টেই তাকে সরকারি চাকুরি থেকে অবসরে যেতে হবে।
তিনি আরো বলেন, অবসরের একমাস আগে অর্জিত জ্ঞান সচিব সাহেব কোন কাজে লাগাবেন? চলতি বছরের স্কুল পাঠ্যপুস্তক সময়মতো পাওয়া ও ছাপা নিয়ে কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে থাকা একজন কর্মকর্তার এহেন বিদেশ সফর কীভাবে অনুমোদন পেলো?
ভ্রমণ আদেশে আমলাতান্ত্রিক প্যাঁচ: সরকারি কলেজের দুর্নীতিবাজ শিক্ষকদের অন্যতম এস এম বশিরউল্লাহ তদবির ও ২০ লাখ টাকা ঘুষ দিয়ে কোটায় বাংলাদেশ সরকারের উপসচিব হয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়। বশিরউল্লাহসহ শিক্ষা ক্যাডারের কয়েকজনকে উপসচিব বানিয়েছিলেন খুন-খারাবিসহ নানা অপকর্মের আসামী রাতের ভোটের এমপি বর্তমানে কারাবন্দি র উ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। লুটপাটের সুবিধার জন্য বশিরউল্লাহকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে বদলি করে মোকতাদির। সেই বশিরউল্লাহকে বলা হয়েছে সিঙ্গাপুরে ভ্রমণ অনুমোদনের চিঠিতে যেন ৮ জুলাই লেখা থাকে। কিন্তু ধরা পড়ে গেছেন বশিরউল্লাহ। ওয়েবসাইটে আপলোড করা ৯ জুলাই। ঠিক যেদিন অর্থ মন্ত্রণালয় থেকে বিদেশ সফর বন্ধের আদেশ জারি হয়।
কী আছে অর্থ মন্ত্রণালয়ের আদেশে?
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা সংক্রান্ত গত ৯ জুলাই ২০২৫ জারি করা আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরে উন্নয়ন বা পরিচালন ব্যয় থেকে কোনো সরকারি সংস্থা নতুন গাড়ি কিনতে পারবে না। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। তবে চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। একইভাবে বন্ধ থাকবে থোক বরাদ্দের খরচ। উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে সরকারি কর্মচারীদের সব ধরনের বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশ কর্তৃক প্রদত্ত বৃত্তি ও ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ ভ্রমণ করা যাবে। এ ছাড়া সরকারি অর্থায়নে পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। তবে সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গত বছরের ৯ ডিসেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।