কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ মে) পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, ‘অভিযোগ পেয়েছি। রিপনকে ধরতে অভিযান চলছে।’
জানা যায়, শনিবার (৩ মে) দুপুরে উপজেলার একটি ভুট্টাখেতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত রিপন পাকুন্দিয়ায় বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি তার আরেক সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলো। পথে রিপন মিয়া কাস্তে দিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের করে।
শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দিলে তার অভিভাবক রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন।