মাদরাসা শিক্ষকদের সমাবেশ ও ধর্মঘটের ঘোষণা | মাদরাসা নিউজ

মাদরাসা শিক্ষকদের সমাবেশ ও ধর্মঘটের ঘোষণা

ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. মোহাম্মদ আল আমিন বলেন, বিগত দিনের দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় আগামী রোববার (১৯ জানুয়ারি) সকালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে দেশের সব শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

#শিক্ষক #মাদরাসা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও অবস্থান ধর্মঘট রোববার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে দেশের ইবতেদায়ি শিক্ষক-শিক্ষিকারা অংশ নেবেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার ইউনিটিতে (ক্রাব) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. মোহাম্মদ আল আমিন বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালনে মানবেতর জীবন-যাপান করছি।

বিগত দিনের দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় আগামী রোববার (১৯ জানুয়ারি) সকালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে দেশের সব শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. মোহাম্মদ আল আমিন, নির্বাহী সদস্য মাও. মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাও. মো. নূরুল আমীন, মাও. মো. আব্দুল হান্নান, মাও. মো. শামসুল হক আনসারী, মো. মনিরুজ্জামান, মো. তারেক আজিজ, মাও. মো. সাদেকুর রহমান, মাও. মো. সাইফুল ইসলাম, মাও. মো. জহুরুল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, নূরুন্নবী আলী, মাস্টার শওকত আলী, মাও. রবিউল ইসলাম, মাও. সগীর আহমেদ, মাও. নাজমুল হুদা, মো. আবু জাফর, মো. রিয়াজ আহমেদ, মো. ইউসুফ শরীফ, মাও. একরামুল হক, মাও. সিদ্দিকু রহমান, মো. এজাজ কায়েস, মোসা. কাজল রেখা, মোসা. কুলসুম আক্তার, মাও. মো. আসাদুল হক প্রমুখ।

#শিক্ষক #মাদরাসা