অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
ভাওতাবাজির প্রজেক্ট বাদ দিয়ে আগে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে মেধাবীদের এই পেশায় আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন।
শনিবার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অধ্যাপক মামুন এ কথা বলেন।
‘শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে ভালো বেতন সমর্থন করেন ৯৭ শতাংশ’ শিরোনামে দেওয়া তার পোস্টটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
গত ৩ মে আমার এক পোস্টে লিখেছিলাম যে, সব কিছুর আগে দরকার হলো ভালো শিক্ষক নিয়োগের মেগা প্রজেক্ট নেওয়া যাতে শিক্ষকতা পেশাটা আকর্ষণীয় হয়।
যদি সেটা করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবেই আমরা ভালো মানের শিক্ষক পেতে শুরু করবো। ভালো শিক্ষক নিয়োগের আগে যতো কারিগরিই করেন না কেন যোগফল প্রায় শূন্যই হবে।
এই আইডিয়া ধরে দৈনিক শিক্ষাডটকম একটি জরিপ পরিচালনা করে। এই জরিপে মোট ১০ হাজার ৫৩৮ জন ইন্টারনেট ব্যবহারকারী অংশ নিয়েছেন।
জরিপের ফলাফলে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১০ হাজার ২৫৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২২৭ জন মানুষ।
এতে স্পষ্ট হয়েছে মানুষের কি চাওয়া। মানুষ পরিষ্কার ভাষায় শিক্ষার উন্নয়ন চেয়েছে এবং সেই উন্নয়নের জন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা ৯৭% মানুষের দাবি।আমি সত্যিই অভিভূত। যেই দাবি এত জনপ্রিয় সেই দাবিকে সরকার কিভাবে উপেক্ষা করে? সরকার কিভাবে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার আগে ক্লাস স্মার্ট করার প্রজেক্ট নেয়?
এইসব ভাওতাবাজির প্রজেক্ট বাদ দিয়ে আগে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে মেধাবীদের এই পেশায় আনার ব্যবস্থা করুন।
দেখবেন আনস্মার্ট ক্লাসই কত সুন্দর ক্লাসরুমে পরিণত হয়। ক্লাসরুমকে আনন্দময় ও শিক্ষণীয় করার মূল কারিগর শিক্ষক। শিক্ষকরা যখন সমাজে মডেল বা আইডল হয় তখনই কেবল সমাজে নৈতিকতা ও সততার বিস্তার ঘটবে।