শহীদ পরিবারের সদস্য ভর্তিতে পাবে বিশেষ ব্যবস্থা: ইবি উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

শহীদ পরিবারের সদস্য ভর্তিতে পাবে বিশেষ ব্যবস্থা: ইবি উপাচার্য

জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের বা তাদের আত্মীয়-স্বজন কেউ ইবিতে ভর্তি হতে এলে তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।

#ভর্তি #ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের(ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা শহীদদের রক্তের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আমরা তাদের জন্য ব্যক্তিগতভাবে ও সামষ্টিক দোয়া করবো। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের বা তাদের আত্মীয়-স্বজন কেউ ইবিতে ভর্তি হতে এলে তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ পরিবারগুলোকে যেন সরকার আজীবন সুবিধা দেয়। আমরাও তাদের সুবিধা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মণ্ডল, গোলাম রব্বানীসহ অন্যরা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ভর্তি #ইসলামী বিশ্ববিদ্যালয়