জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তিতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৭ মে রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স নিয়মিত কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৭ মে রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্য অথবা সরাসরি) ৮ মে ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদে ক্লাস ১৭ জুন ২০২৫ তারিখ থেকে শুরু হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
এছাড়াও বলা হয়েছে,কলেজ হতে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ১২ মে ,কলেজ
থেকে আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ২০০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ ১৮ মে থেকে ২২ মে।