মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনে চিকিৎসাসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা | মেডিক্যাল নিউজ

মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনে চিকিৎসাসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

চিকিৎসকদের কর্মবিরতির কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বহির্বিভাগ ও ওয়ার্ডে কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সেবা পাচ্ছেন না। রোগীর স্বজনরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটে বেড়াচ্ছেন।

#মেডিক্যাল #শিক্ষার্থী

রাজশাহীতে পাঁচদফা দাবিতে আন্দোলনরত মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারাও। এর ফলে মঙ্গলবার সকাল থেকে শহরের সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বহির্বিভাগ ও ওয়ার্ডে কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সেবা পাচ্ছেন না। রোগীর স্বজনরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটে বেড়াচ্ছেন।

আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে অন্যতম হলো—এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ যেনো নামের আগে 'ডাক্তার' লিখতে না পারেন এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দেয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছালেও শুধুমাত্র জরুরি বিভাগ ও নতুন ভর্তি রোগীদের সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র। চিকিৎসকরা এখন হাইকোর্টের আসন্ন রায়ের দিকে তাকিয়ে আছেন, যা তাদের পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে

#মেডিক্যাল #শিক্ষার্থী