মেডিক্যাল ছাত্রের আ/ত্মহ/ত্যা: শিক্ষকের অপসারণ দাবি | মেডিক্যাল নিউজ

মেডিক্যাল ছাত্রের আত্মহত্যা: শিক্ষকের অপসারণ দাবি

এর আগে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না’ এমন বাক্য চিরকুট লিখে নিজের শরীরে ইনজেকশন পুশ করেন সজীব।'

#মেডিক্যাল #শিক্ষার্থী #ছাত্র #আত্মহত্যা

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র সজীব বাড়ৈই আত্মহত্যার ঘটনায় কলেজের প্যাথলজিস্ট (মাইক্রোবায়োলজি) বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার সজীব বাড়ৈর মৃত্যুর সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। এ সময় তারা অভিযোগ করেন প্যাথলজিস্ট (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান তার টিউটোরিয়াল ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করতেন, যাতে তারা মানসিকভাবে বিপর্যস্থ হতো শিক্ষার্থীরা। এ সময় তারা এই শিক্ষকের বদলির দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকরিপিও দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে দ্রুততম সময়ের বদলি করা ও সে যাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এর আগে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না’ এমন বাক্য চিরকুট লিখে নিজের শরীরে ইনজেকশন পুশ করেন সজীব। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০১৮-২০১৯ বর্ষের ছাত্র ছিলেন সজীব।

বিক্ষোভ সমাবেশে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সাগর হোসেন, আশিকুল হাকিম নিবিড়, আজিম হোসেন, মারুফ রহমান, রিফাত বিন জাহাঙ্গীরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিহতের সহপাঠীরা জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে প্রায় অসুস্থ হতো সজীব বাড়ৈ। তৃতীয়বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, পরীক্ষা খুবই ভয় পেতো সে। যার কারণে গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ক্লোনাজিপাম প্লাস ফ্লুক্সেটিন গুড়া করে শিরা দিয়ে রুটে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ বিষয়ে ডা. কাজী মো. আসাদুজ্জামানের মুঠোফোনে কল দিলেও সাড়া দেননি তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মেডিক্যাল #শিক্ষার্থী #ছাত্র #আত্মহত্যা