এক দফা পূরণ হলেও বাকি ৪ দফা দাবি আদায়ে স্বাস্থ্য ক্যাডার ও মেডিক্যাল শিক্ষার্থীদের ১৫ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে অবস্থান করছেন।
বুধবার দুপুরে তারা পুলিশের সহযোগিতায় সচিবালয়ের উদ্দেশে রওনা করেছেন বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন প্রতিনিধিদলে থাকা ডা. আদিব।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন স্বাস্থ্য ক্যাডার ও মেডিক্যাল শিক্ষার্থীরা। আন্দোলনকারী স্বাস্থ্য ক্যাডারদের এই পদযাত্রা দোয়েল চত্বরে যেতেই প্রথম বাধা দেয় পুলিশ। তবে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করেই সামনের দিকে এগুতে থাকেন তারা।
আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ কর্মসূচিতে চিকিৎসক এবং মেডিক্যাল শিক্ষার্থীরা যোগ দেন।