পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া | বিবিধ নিউজ

পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

বাংলা নববর্ষের প্রথম দিন রাজাধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

#আবহাওয়া #ঢাকা #বৃষ্টি

বাংলা নববর্ষের প্রথম দিন রাজাধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, পহেলা বৈশাখে বৃষ্টি হবে। পুরো দেশেই বৃষ্টি দেখছি। বাতাসও থাকবে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছি বিকেলের দিকে। সঙ্গে বাতাস থাকবে, বজ্রপাতও আছে কোথাও কোথাও। গরম কবে নাগাদ কমবে- প্রশ্নে শাহনাজ সুলতানা বলেন, ১৪ তারিখ হালকা বৃষ্টি, ১৫তেও তাই। ১৬ থেকে পরের তিন দিন টানা বৃষ্টি দেখছি। বৃষ্টি হলেই গরমটা কমে আসবে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এবং বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দ্বিতীয় দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

#আবহাওয়া #ঢাকা #বৃষ্টি