ছবি : সংগৃহীত
পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ধাপের মোট ৩ লাখ ৭৯ হাজার ২৪১ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৮০৫ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৪৩৬ জন শিক্ষক-কর্মচারী।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছিলেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই।
জানা গেছে, মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা। পরে ঈদুল আজহার আগে ৫০ শতাংশ হারে উৎসব ভাতাও পান তারা।
গত মে মাসে আরো কয়েক ধাপের বয়েকা বেতনের অংশ পরিশোধ করা হয়। এর মধ্যে এপ্রিলের ১ম ধাপের মোট ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক- কর্মচারীর, এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী পেয়েছেন।
এ ছাড়াও, ডিসেম্বরের ৭ম ধাপের ১ হাজার ২৪২ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ৮৬৯ জন ও কলেজের ৩৭৩ জন শিক্ষক-কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট ১ হাজার ৫৫৬ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে ১ হাজার ১১৬ জন স্কুলের ও ৪৪০ জন কলেজের পেয়েছেন।
ফেব্রুয়ারির ৩য় ধাপের (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ জন ও ৪৪৬ জন কলেজের ছিলেন। মার্চের ২য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ ও কলেজের ৪৪৬ জন শিক্ষক-কর্মচারী টাকা পেয়েছেন।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন।
তবে, অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।