চার পদে নিয়োগ দেবে মিরপুর সাইন্স কলেজ | কলেজ নিউজ

চার পদে নিয়োগ দেবে মিরপুর সাইন্স কলেজ

ডাকযোগে পাঠালে খামের উপর অবশ্যই পদ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #শিক্ষক নিয়োগ #চাকরি #চাকরির-খবর

কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিরপুর সাইন্স কলেজ।

আবেদনের নিয়ম: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৮ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় কাগজপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং যে কেনো ব্যাংক হতে 'মিরপুর সাইন্স কলেজ'-এর অনুকূলে প্রভাষক পদের জন্য ৫০০/-টাকা এবং প্রদর্শক ও সহকারী গ্রন্থাগারিক ও সহকারী হিসাব ব্যবস্থাপক পদের জন্য ৩০০/- টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মিরপুর সাইন্স কলেজ, বাসা নং-১৬, রোড-৬, ব্লক-এ, সেকশন-১০, মিরপুর, বেনারশী পল্লী, ঢাকা-১২১৬ এই ঠিকানায় পৌঁছাতে হবে। ডাকযোগে পাঠালে খামের উপর অবশ্যই পদ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিত নিচে দেখুন-

চার পদে নিয়োগ দেবে মিরপুর সাইন্স কলেজ

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #শিক্ষক নিয়োগ #চাকরি #চাকরির-খবর