জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঐতিহাসিক সেই গণঅভ্যূত্থানের শহীদদের স্মরণে এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ২৫ জুন একটি কমিটি গঠন করেন। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে আহ্বায়ক ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহকে সদস্য-সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট গঠিত এই কমিটি মাসব্যাপী কর্মসূচিগুলো ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হলো: ১ জুলাই মসজিদ ও মন্দিরে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। ৭ তারিখে-জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচির সূচনা, বেলা ১১টায় নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় চলবে ১ আগস্ট পর্যন্ত। ১৪ জুলাই জয়ধ্বনি মঞ্চে সাড়ে ৫টায় জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
১৬ জুলাই কালো-ব্যাজ ধারণ করা হবে। সকাল সাড়ে দশটায় ত্রিশালের শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।