জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম পর্যায় শুরু হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনের সামনের পুকুর পাড়ে পরিকল্পিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনকালে তিনি কয়েকটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী।
প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান খান, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, গ্রীণ ক্যাম্পাসের সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।
বাংলাদেশ বন বিভাগ, ময়মনসিংহ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় স্বল্প মূল্যে গাছের চারা ক্রয় করা হয়েছে। নারিকেল, কৃষ্ণচূড়া, নিম জারুল, বকুল, কদম, পাতাবাহার, বেল, জলপাই, রঙ্গন, বেলীসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপন করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।