২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় সারাদেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনকারী ৩ শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা-পরীক্ষক-পর্যবেক্ষক-প্রধান পরীক্ষকের কাছ থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী নিম্নোক্ত রেজি. নম্বরধারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে গত ১২ ফেব্রুয়ারির পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তক্রমে ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শান্তির সিদ্ধান্ত নেয়া হয়।
বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত পরীক্ষার্থীর তালিকা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।