এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে তৃতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। শনিবারের মধ্যে এসব দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
সংগঠনটির যুগ্ন সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা আশাকরি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধদিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন।
শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে সব এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান তারা।