ছবি : দৈনিক শিক্ষাডটকম
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদপ্রাপ্ত শিক্ষকদের সর্বজনীন বদলির আন্দোলন স্থগিত করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাজকির-উজ-জামানের আশ্বাসের পর বুধবার বিকেলে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
বুধবার সন্ধ্যায় বদলি প্রত্যাশী আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে শিক্ষকরা বদলি প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
শুধুমাত্র এনটিআরসিএ থেকে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে করে যেমন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে তেমনি শিক্ষকদের মনে বিরাজ করছে চাপা ক্ষোভ।
আমরা চাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবিলম্বে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক সর্বজনীন বদলি নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হোক। আমাদের প্রতি যে অবহেলা করা হয়েছে তা নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
বদলি প্রত্যাশী শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের ৬ সদস্যের দল গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি তখন ছিলেন না।
পরে উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাজকির-উজ-জামানের সঙ্গে কথা বলি। তিনি আমাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।