ঢাবির দেয়ালে দেয়ালে ‌‘রহস্যময়’ গ্রাফিতি | শিক্ষা নিউজ

ঢাবির দেয়ালে দেয়ালে ‌‘রহস্যময়’ গ্রাফিতি

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এই গ্রাফিতির ভাষা বেশ রহস্যময় ও চিন্তার উদ্রেককারী। এটি রাজনৈতিক কোনো বার্তা কি না—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে হঠাৎ করেই এক রহস্যময় গ্রাফিতি ছড়িয়ে পড়েছে। ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’—এই বাক্যসংবলিত বার্তাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়াল ও স্থানে লাল, সাদা ও কালো রঙে স্প্রে করে লেখা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকেই কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলে আশপাশে এই গ্রাফিতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এই গ্রাফিতির ভাষা বেশ রহস্যময় ও চিন্তার উদ্রেককারী। এটি রাজনৈতিক কোনো বার্তা কি না—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।

কেউ কেউ ধারণা করছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনো ছাত্র সংগঠনের বার্তা হতে পারে। আবার কেউ বলছেন, এটি একটি সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের প্রতীকও হতে পারে।

গ্রাফিতিটির পেছনে কারা রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পিত উদ্যোগ কি না, কিংবা একক কারও নিভৃত প্রতিবাদ, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই রহস্যময় গ্রাফিতি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন ও এক ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #গ্রাফিতি