সাতদিনের মধ্যেই ঢাবি ছাত্র সাম্য হ/ত্যার রহস্য উদঘাটন | বিবিধ নিউজ

সাতদিনের মধ্যেই সাম্য হত্যার রহস্য উদঘাটন করবে পুলিশ

এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখন পর্যন্ত ১২ জনকে আটকের কথা জানান তিনি। বলেন, উদ্যানের নিরাপত্তায় আনসারের পাশাপাশি কাজ করবে পুলিশ।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #ছাত্র #হত্যা #ডিএমপি

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য

সাতদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন করার কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৭ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি লাউঞ্জে এক বৈঠকে এসব বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দ্রুততম বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে তথ্য পাঠিয়ে বিচারে সহযোগিতা করবে পুলিশ।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, এ ঘটনার দ্রুততম সময়ের মাঝে বিচার যেন হয়, সে সহযোগিতা প্রশাসনকে করা হচ্ছে।

আগামীকাল রোববার (১৮ মে) স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিকেল তিনটায় বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় রমনা বিভাগে ডিসি মাসুদ আলম বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখন পর্যন্ত ১২ জনকে আটকের কথা জানান তিনি। বলেন, উদ্যানের নিরাপত্তায় আনসারের পাশাপাশি কাজ করবে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য।

ঘটনার দিন রাতেই রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার (১৪ মে) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের আবেদনের শুনানি নিয়ে শনিবার তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #ছাত্র #হত্যা #ডিএমপি