চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন পদ্ধতি | বিশ্ববিদ্যালয় নিউজ

চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন পদ্ধতি

পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় রোল ও নামহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমিক কাউন্সিল।

#বেরোবি #বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন পদ্ধতি। তাহলে কোন খাতা কোন শিক্ষার্থীর তা আর শিক্ষকরা জানতে পারবেন না।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক।

তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পেয়ারিংয়ের অভিযোগ উঠলে তদন্ত কমিটি অন্যতম একটি সুপারিশ ছিলো নাম-রোলহীন খাতা মূল্যায়ন। পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় রোল ও নামহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমিক কাউন্সিল। এই পদ্ধতি চালু হওয়ার পর কোনো পরীক্ষক বুঝতে পারবেন না যে কোন খাতা কোন শিক্ষার্থীর।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বেরোবি #বিশ্ববিদ্যালয়