উপজেলা সদরে অবস্থিত নড়িয়া বাজার জামে মসজিদে একজন ইমাম কাম খতিব নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কামিল/দাওরা+ফাজিল (হাফেজ অগ্রাধিকার) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সকল সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল নম্বরসহ সভাপতি বরাবর আবেদন পৌঁছাতে হবে। যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। ইমাম ও খতিবের থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা আছে।
যোগাযোগ: নড়িয়া বাজার জামে মসজিদ, ডাকঘর নড়িয়া, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর।
মোবাইল: সভাপতি: 01716-333658 সাধারণ,সম্পাদক: 01718-9859531