চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতীয় আইনসভা | বিশ্ববিদ্যালয় নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতীয় আইনসভা

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সংসদীয় প্রতিযোগিতা ‘নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এটি শুরু হয়েছে।

#চবি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ছায়া জাতীয় আইনসভা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী এ ছায়া জাতীয় আইনসভার আয়োজন করছে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস), চবি চ্যাপ্টার ও লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে ২৩ মে এটি শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রেজাউল করিম। এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু।

ঢাবি, রাবি, জাবি, জগন্নাথসহ ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ ছায়া জাতীয় আইনসভায় অংশ নিচ্ছেন। আয়োজকরা বলছেন, এই আয়োজন তরুণদের গবেষণা, যুক্তি বিশ্লেষণ ও নেতৃত্বদানে সক্ষমতা বাড়াবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBEকরতে ক্লিক করুন।

#চবি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়