জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী ৮ জুলাই শুরু হবে পরীক্ষা।সংশোধিত সূচি অনুসারে পরীক্ষার কিছু তারিখে পরিবর্তন আনা হয়েছিল। তবে ৮ ও ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সূচি অনুসারে, পরীক্ষা চলবে ১২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে যেকোনো সময় সময়সূচি পরিবর্তন করা হতে পারে। সব তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না।
তত্ত্বীয় পরীক্ষার পর শুরু হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এসব পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা ও সব ধরনের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার সময় নিয়মিতভাবে ওয়েবসাইট ভিজিট করার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৪ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি। পরীক্ষার প্রথম দিনে বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি কোর্সের ৩১টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।