জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে ভর্তি কার্যক্রমে মেধা তালিকার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের ক্লাস শুরু ২০ জুলাই থেকে।
মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্সে ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে ৩ জুলাইয়ের মধ্যে ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.nu.ac.bd/) থেকে জানা যাবে।
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি ১০ জুলাইয়ের মধ্যে নিতে হবে।
চূড়ান্ত ভর্তি ফরম ও আটশত পঁয়ত্রিশ টাকা রেজিস্ট্রেশন ফি ১৩ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। কলেজ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করতে হবে। ১৫ থেকে ২১ জুলাইয়ের মধ্যে রেজিস্টেশন ফি যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।