আসন্ন ঈদুল আজহার ছুটির আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অভিভুক্ত সব বেসরকারি কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সব অধ্যক্ষ-সভাপতিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠিতে বলা হয়েছে, আপনার কলেজ-প্রতিষ্ঠানের সব পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বেতন, বকেয়া বেতন, উৎসব ভাতা ও অন্যান্য দেনা-পাওনা ঈদের ছুটির আগেই পরিশোধ করার জন্য ভাইস-চ্যান্সেলর আহ্বান জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, উৎসব ভাতা ঈদের ছুটির আগেই পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।