নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি | মাদরাসা নিউজ

নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনঃআবেদনের সাথে ব্যাংক ড্রাফ্ট দেওয়ার প্রয়োজন নেই।

#নিয়োগ বিজ্ঞপ্তি #নিয়োগ #চাকরির-খবর #মাদরাসা

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর বিধি মোতাবেক নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসায় জনবল নিয়োগ দেওয়া হবে।

যা যা প্রয়োজন:

প্রতিষ্ঠানের নাম: নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা

পদের বিবরণ:

১. মুহাদ্দিস-১জন

২. ইবতেদায়ি প্রধান-১জন

৩. কম্পিউটার ল্যাব অপারেটর-১জন

বেতন গ্রেড: ১নং পদে (গ্রেড-৬) ২নং পদে(গ্রেড-১১ )৩নং পদে (গ্রেড-১৬)

পদের ধরণ: শূন্যপদ

ইনডেক্সধারী/নিবন্ধনধারী ও সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান (কম্পিউটার অপারেটিংএ দক্ষ) আবশ্যক।

আবেদন প্রক্রিয়া: ২ কপি ছবি, এন.আই.ডি, একাডেমিক সনদ, ১ম ও শেষ এমপিও কপি, কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র ও রূপালী ব্যাংক নয়াটোলা শাখায় আদায়যোগ্য মুহাদ্দিস পদের জন্য ১৫০০ টাকা ও অন্যান্য পদের জন্য ১,০০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্টসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

উল্লেখ্য, পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনঃআবেদনের সাথে ব্যাংক ড্রাফ্ট দেওয়ার প্রয়োজন নেই।

যোগাযোগ: অধ্যক্ষ, নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসায়, ৩৪৯/১, নয়াটোলা, মগবাজার, ঢাকা-১২১৭।

#নিয়োগ বিজ্ঞপ্তি #নিয়োগ #চাকরির-খবর #মাদরাসা