দীপু মনির ক্যাশিয়ার নাজমা এনসিটিবিতে গোপন বৈঠকে! | বিবিধ নিউজ

দীপু মনির ক্যাশিয়ার নাজমা এনসিটিবিতে গোপন বৈঠকে!

৫ আগস্টের পর এনসিটিবির ফাইল চুরির অভিযোগ ছিলো নাজমার বিরুদ্ধে। এছাড়াও বেক্সিমকোর দুই মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে আদালতে হেরে গিয়ে এনসিটিবিকে জরিমানায় ফেলার অভিযোগও নাজমার বিরুদ্ধে।

#এনসিটিবি

এনসিটিবির সাবেক সচিব মোসা. নাজমাএনসিটিবির সাবেক সচিব মোসা. নাজমা

পতিত আওয়ামী লীগের দোসর ও কারাগারে থাকা দীপু মনির ক্যাশিয়ার-খ্যাত এনসিটিবির সাবেক সচিব মোসা. নাজমার বিরুদ্ধে বোর্ড অফিসে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। আজ (১৪ মে) রাজধানীর মতিঝিলের এনসিটিবি অফিসে নাজমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একজন সদস্য ও সম্পাদনা শাখাসহ কয়েকটি শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে যান নাজমা। এ সময় তার হাতে কয়েকটি ব্যাগ দেখা গেছে বলেও এনসিটিবির একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন।

৫ আগস্টের পর এনসিটিবির ফাইল চুরির অভিযোগ ছিলো নাজমার বিরুদ্ধে। এছাড়াও বেক্সিমকোর দুই মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে আদালতে হেরে গিয়ে এনসিটিবিকে জরিমানায় ফেলার অভিযোগও নাজমার বিরুদ্ধে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর পাঠ্যপুস্তক বোর্ডের বিতর্কিত সচিব মোসা. নাজমা আখতারকে বদলি করা টাঙ্গাইলের কুমোদিনী সরকারি মহিলা কলেজে। অভিযোগ রয়েছে তিনি কলেজে যান না।

নাজমার বিরুদ্ধে প্রকাশক ও মুদ্রাকরদের কাছ থেকে পার্সেন্টেজ নেওয়ার অভিযোগ অনেক দিনের। ছাত্রলীগের নেত্রী পরিচয়ে পাঠ্যপুস্তক বোর্ডের প্রশাসনিক ব্যবস্থা তছনছ করে দিয়েছেন। বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলামকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেছিলেন তিনি।

এনসিটিবির সাবেক একজন সদস্য বলেন, গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ফরিদ আহম্মদ, এনসিটিবির সাবেক সচিব মোসা: নাজমা আখতার, সাইদুর রহমান ও রবিউল কবীর অনড় ছিলেন ভারতীয় প্রতিষ্ঠানকে দেয়া বই ছাপার কাজ কোনোভাবেই বাতিল করা যাবে না। তিনি বলেন, একাধিক হত্যা মামলার আসামি ও শিক্ষাখাত ধবংসের হোতা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাই টিপু ও দীপুর ঘনিষ্ঠ রতন মজুমদারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন নাজমা। ভারতে বই ছাপানোর মাধ্যমে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ তার বিরুদ্ধে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেন নাজমা। কেন গিয়েছিলেন এনসিটিবিতে--এমন প্রশ্নের জবাবে নাজমা বলেন, ‘একশবার যাবো, যাবো না কেন? ‘

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এনসিটিবি