সাত দাবিতে নজরুল কলেজ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও | কলেজ নিউজ

সাত দাবিতে নজরুল কলেজ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও

শিক্ষার্থীরা বলেন, কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন।

#কবি নজরুল সরকারি কলেজ #শিক্ষার্থী

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ মে) দুপুরে তারা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন।

দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনো সমাধান হয়নি। এবার কলেজের সকল সমস্যা সমাধানে শিক্ষার্থীদের এই আন্দোলন। এর আগে গত ৭ মে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

দাবিগুলো হলো: হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।

ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কবি নজরুল সরকারি কলেজ #শিক্ষার্থী