জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা ধর্ম অবমাননা এবং মাদক সংশ্লিষ্টতার ঘটনা অনুসন্ধানে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিকে আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান দায়িত্ব পালন করবেন। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা), সহকারী প্রক্টর মো. আলিম মিয়া এবং মো. তারিকুল ইসলাম (জনি)।
এর আগে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি, ‘নিজেকে গড’ বলে দাবি করা, শিক্ষার্থীদের র্যাগিং, নির্যাতন ও মাদকসেবনে বাধ্য করাসহ ধর্ম অবমাননার একাধিক অভিযোগ উঠে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ম অবমাননার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ এবং বিভাগ থেকে তাদের বয়কটের ডাক দেন ওই বিভাগের অন্য শিক্ষার্থীরা।
এ ছাড়া ধর্ম অবমাননা ও মাদক সংশ্লিষ্টতার ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কয়েক দফা বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।