প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ এনবিআর কর্মকর্তাদের | বিবিধ নিউজ

প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ এনবিআর কর্মকর্তাদের

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, আমরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টা থেকে অবস্থান গ্রহণ করে প্রশাসন ক্যাডারদের আগ্রাসী মনোভাবের প্রতিবাদ জানিয়ে আসছি।

#প্রশাসন ক্যাডার #এনবিআর #সচিব

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের বিধানের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তারা। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের পঞ্চম তলায় চেয়ারম্যান দপ্তরের সামনে দুই শতাধিক কর্মকর্তা অবস্থান নিয়ে তারা ওই বিধানের প্রতিবাদ জানান। তবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান তার কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। কর্মকর্তাদের প্রতিবাদের বিষয়টি জানতে পেরে সন্ধা সাড়ে ছয়টার দিকে তিনি কার্যালয়ে আসেন। এবং বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, আমরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টা থেকে অবস্থান গ্রহণ করে প্রশাসন ক্যাডারদের আগ্রাসী মনোভাবের প্রতিবাদ জানিয়ে আসছি।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন নামে দুটি বিভাগ গঠনে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। অধ্যাদেশে দুটি বিভাগের সচিব হিসাবে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ রাখার বিধানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই এনবিআরের কর এবং কাস্টমস, ভ্যাট ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।

ইতোমধ্যে কর এবং ভ্যাট, কাস্টমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে এনবিআরের নিজস্ব ক্যাডার থেকে সচিব পদে নিয়োগের দাবি জানানো হয়। তারা বলছেন, প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগ দেয়া হলে এতে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের যে লক্ষ্য তা ব্যর্থ হবে এবং সরকারের রাজস্ব আয়েও এর নেতিবাচক প্রভাব পড়বে। শুধু সচিবই নয়, গঠিতব্য দুটি বিভাগের বিভিন্ন পদেও প্রশাসন ক্যাডার থেকে জনবল নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

#প্রশাসন ক্যাডার #এনবিআর #সচিব