উপদেষ্টা পরিষদের বৈঠকের পর শাহবাগ থেকে নতুন ঘোষণা | বিবিধ নিউজ

উপদেষ্টা পরিষদের বৈঠকের পর শাহবাগ থেকে নতুন ঘোষণা

আন্দোলনকারীরা বলেন, উপদেষ্টা পরিষদ কী সিদ্ধান্ত নেয় সেটার ওপর নির্ভর করে নতুন কর্মসূচি কী হবে তা।

#ছাত্র-জনতা #শাহবাগ #আওয়ামী লীগ

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। এ ছাড়াও সারা দেশে একই দাবিতে গতকাল শুক্রবার থেকে আন্দোলন শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে সন্ধ্যায় এ বিষয় নিয়ে সভা ডেকেছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের এই বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা দেবে ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগের ব্লকেড থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, উপদেষ্টা পরিষদ কী সিদ্ধান্ত নেয় সেটার ওপর নির্ভর করে নতুন কর্মসূচি কী হবে তা।

এর আগে সকাল থেকে শাহবাগে এনসিপি, জামায়েত ইসলামী ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

সকালেই ঘোষণা দেয়া হয় বিকেল ৩টার পরে সেখানে গণজমায়েত হবে। ঘোষণা অনুযায়ী বিকেলে ইসলামি আন্দোলনের নেতা-কর্মীরাসহ ছাত্র-জনতার ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

এদিকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছাত্র-জনতা #শাহবাগ #আওয়ামী লীগ