জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ খ্রিষ্টাব্দের বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার ও তৃতীয় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে নতুন করে ব্যবহারিক পরীক্ষা বাবদ ৬০০ টাকা ফি যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) এ সংক্রান্ত দুটি আলাদা বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার ও তৃতীয় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-এর ফরম পূরণ ২৯ মে পর্যন্ত চলবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। নিয়মিত-অনিয়মিত পরীক্ষার ফি ৫ হাজার টাকা, মানউন্নয়ন প্রতি পত্র ১ হাজার টাকা, কেন্দ্র ফি ৫০০ টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫০০ টাকা ও ব্যবহারিক পরীক্ষা বাবদ ৬০০ টাকা দিয়ে ফরম পূরণ করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।