দেশের ২৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজ, সিলেটের সরকারি মুরারী চাঁদ কলেজসহ আরো অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগ পাওয়া উল্লেখযোগ্যরা হলো, ইডেন মহিলা কলেজ উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক খালিদা ইয়াসমিন, সিলেটের মুরারী চাঁদ সরকারি কলেজর অধ্যক্ষ গোলাম আহমদ খান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী।
এছাড়া মাদারীপুর, দিনাজপুর, রাজবাড়ী, পঞ্চগড়, পাবনা, সুনামগঞ্জ, বগুড়া, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরসহ আরে অনেক জেলার বেশ কয়েকটি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুনরা নিযুক্ত হয়েছেন।
বদলিকৃতদের তালিকা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।