অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের নতুন সূচি | বিশ্ববিদ্যালয় নিউজ

অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের নতুন সূচি

কেবলমাত্র ২০২২ খ্রিষ্টাব্দে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরো দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।

#জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ ১৮ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবলমাত্র ২০২২ খ্রিষ্টাব্দে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরো দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।

২০২২ খ্রিষ্টাব্দে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যে সব ছাত্র-ছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে ২০২৩ খ্রিষ্টাব্দে ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফরম পূরণ করেছে। তারা একইসঙ্গে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে আগের আবেদন বাতিল করে ফের আবেদন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তির শিরোনাম-২-এ আবেদন ফরম পূরণের নির্ধারিত ফি’য়ের ক্রমিক নম্বর-১০-এ কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি পরীক্ষার্থীর প্রতি কোর্সের জন্য কলেজ ফান্ডে জমা হবে ১৫০ টাকা কথাটি পড়তে হবে। এছাড়া বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

#জাতীয় বিশ্ববিদ্যালয়