সিলভারডেল প্রিপারেটরী অ্যান্ড গার্লস হাইস্কুলের বর্ষবরণ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিলো, দলীয় সংগীত, নৃত্য, ভাওয়ালী, ভাটিয়ালি ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর বৈশাখী গান। আকর্ষণীয় ছিলো ছাত্রীদের অংশগ্রহণে বৈশাখী মেলা।
প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। অভিভাবক সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ প্রিপারেটরী শাখার প্রধান শিক্ষক শামা আফরোজ, প্রিপারেটরী শাখার সম্পাদক সালাউদ্দিন বাদল, কোষাধ্যক্ষ মীর মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মৌসুমি আক্তারসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি আশিকুর রহমান। সবশেষে লটারি অনুষ্ঠিত হয়।