৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ‘লং মার্চ’, তিন দিন দুই রাত অবস্থান ও অনশন কর্মসূচির পর প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের মৌখিক নিশ্চয়তা দিলেও একনেক সভায় উঠেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রকল্প। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
শনিবার (২৪ মে) সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৪ মে সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে জবির শিক্ষার্থীরা।
৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন দাবিতে ১৪ মে থেকে টানা ৩ দিন আন্দোলন করেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা। প্রশাসনের কোনো সাড়া না পেয়ে শুক্রবার যমুনার সামনে অনশন শুরু করে তারা। এক পর্যায়ে ঐদিন সন্ধ্যায় গিয়ে দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
শনিবার অনুষ্ঠিত হওয়া ১১তম একনেক সভার প্রকল্প লিস্টে দেখা যায়নি বিশ্ববিদ্যালয়ের নাম। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে দ্রুত অবস্থান নিশ্চিত করার কথা বলেছেন 'জবি ঐক্য'কে।
এ বিষয়ে জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরিচালক (পিডি) আমিরুল বলেন, একনেক সভায় জবি প্রকল্পের আলোচনা উঠা জরুরি নয়। নীতিমালা অনুযায়ী এটা একনেক সভায় উঠতে হবে এমন নয়, তারা চাইলে এটাকে রিপোর্ট আকারেও করতে পারেন। আমরা গত বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এসেছি। সেখানে আমাদের চলমান প্রকল্পে সেনাবাহিনীর যুক্ত হওয়া এবং এমন কিছু সংশোধনী উল্লেখ করা হয়েছে, নতুন করে কোনো প্রকল্প উপস্থাপন করা হয়নি। এটা এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের হাতে। পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনক্রমেই হওয়ার কথা। তিনি অনুমোদন করে রিপোর্টিং করে দিতে পারেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।