হামলাকারীদের কোন তথ্য না পেয়ে ফের গণবিজ্ঞপ্তি | বিশ্ববিদ্যালয় নিউজ

জুলাই আন্দোলন হামলাকারীদের কোন তথ্য না পেয়ে ফের গণবিজ্ঞপ্তি

‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। এ কারণে সময় বাড়িয়ে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অভিযোগ না পেলে বিষয়টি অন্যভাবে ভাবতে হবে।’

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #জুলাই আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত বছরের জুলাই-২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে ক্যাম্পাস ও এর বাইরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ চাওয়া হলেও এখন পর্যন্ত একটি অভিযোগও জমা পড়েনি। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে জড়িত জবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে তথ্য দিয়ে আগামী ২২ মে'র মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার কাছে জমা দিতে হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ এপ্রিল একই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগ জমা দেয়ার আহ্বান জানানো হয়েছিলো।

তবে কোনো ছাত্রসংগঠন বা ব্যক্তি এখনো আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী কিংবা বিগত প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। এ কারণে সময় বাড়িয়ে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অভিযোগ না পেলে বিষয়টি অন্যভাবে ভাবতে হবে।

ছাত্রসংগঠনগুলোর নিরবতা:

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা দেয়নি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠনগুলো।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা তথ্য প্রস্তুত করছি। খুব শীঘ্রই তা জমা দেবো।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমরা সাংগঠনিকভাবে কোনো অভিযোগ দিইনি। দেবে কিনা, সেটা আলোচনা সাপেক্ষ। তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ দিতে পারেন, তাদের খোঁজ নিতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা এর আগে সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেগুলো পুনরায় একত্রিত করে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। শীঘ্রই জমা দেবো।

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, এখনও কেউ অভিযোগ জমা দেয়নি। তবে তথ্য সংগ্রহ করে খুব শীঘ্রই জমা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলও অভিযোগ দেয়া থেকে বিরত রয়েছে। গত মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তথ্য চাওয়া হলেও সংগঠনটি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

সাদাদলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, দলের পক্ষ থেকে অভিযোগ দিলে তা বিদ্বেষপূর্ণ মনে হতে পারে। তাই কেউ অভিযোগ দিলে তা ব্যক্তিগতভাবে দেয়া উচিত। যদি অভিযোগ সত্য হয়, তবে অবশ্যই বিচার হওয়া প্রয়োজন।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #জুলাই আন্দোলন