ছবি : সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ডের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনার বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ করার দাবিও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দেশে সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারের শক্ত পদক্ষেপও দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এরপর শিক্ষার্থীদের নেতৃত্বে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এনএসইউর ১ নম্বর গেট এলাকায় এসে শেষ হয়। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরাও যোগ দেন।
বিক্ষোভ মিছিল থেকে, ‘চব্বিশের বাংলায়, চাঁদবাজের ঠাঁই নাই’, ‘যুবদল খুন করে, ইন্টেরিম কী করে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘যুবদলের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন, ‘মূলত আমরা ঘটনার প্রতিবাদ জানাতে আজকের এই প্রতিবাদের আয়োজন করেছি। আমরা শেখ হাসিনার সময়ে এসব বর্বরোচিত ঘটনা ঘটতে দেখেছি, ২৪–পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিচার নিয়ে নিশ্চিত করা, না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর ১১ মাস পার হয়ে গেছে, এরপরও দেশে এমন ঘটনা ঘটছে। সরকার কী করছে, কতটুকু সংস্কার করছে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমরা সরকারের নিকট জোর দাবি জানাবো, এ ঘটনাটি “দ্রুত বিচার ট্রাইব্যুনালে” নিয়ে অল্প সময়ের মধ্যে বিচার শেষ করার জন্য।’
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।