কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিছু করতে দেয়া হবে না | ভিডিও অ্যালবাম নিউজ

কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিছু করতে দেয়া হবে না

নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণে না করার আহবান জানিয়েছেন ইসলামি আলোচকরা।

#নারী #নারী সংস্কার কমিশন #শফিকুর রহমান #জামায়াত আমির

কমিশনের প্রস্তাব নয়, পুরো নারী সংস্কার কমিশনকেই প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখরা। নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণে না করার আহবান জানিয়েছেন ইসলামি আলোচকরা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে 'নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া' ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এ আহবান জানান তারা। সেমিনারের আয়োজন করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

#নারী #নারী সংস্কার কমিশন #শফিকুর রহমান #জামায়াত আমির