ফল রক্ষায় ইবির গাছে গাছে নোটিশ | বিশ্ববিদ্যালয় নিউজ

ফল রক্ষায় ইবির গাছে গাছে নোটিশ

হল এলাকার যেকোনো গাছের কাঁচা বা পাকা ফল পাড়া যাবে না। এই ফল পাকলে হলের ছাত্রদের মাঝে বণ্টন করা হবে।

#বিশ্ববিদ্যালয় #ইবি #গাছ

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, ভর্তি, ছুটির নোটিশসহ বিভিন্ন ধরনের নোটিশ লক্ষ্য করা যায়। তবে এবার ভিন্নধর্মী এক নোটিশের সঙ্গে পরিচিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল এলাকার যেকোনো গাছের অপরিপক্ক ফল পাড়তে নিষেধাজ্ঞা দিয়ে গাছে গাছে নোটিশ ঝুলিয়েছে হল প্রশাসন। তবে ফল পাকলে শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হবে বলেও জানানো হয়েছে৷

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাদ্দাম হোসেন হলে অবস্থানরত সব ছাত্রকে জানানো যাচ্ছে, হল এলাকার যেকোনো গাছের কাঁচা বা পাকা ফল পাড়া যাবে না। এই ফল পাকলে হলের ছাত্রদের মাঝে বণ্টন করা হবে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে উক্ত ছাত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করে হলটির আবাসিক শিক্ষার্থীরা জানান, হল এলাকায় আম, লিচু, কাঁঠাল গাছসহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। তবে গাছে ফল আসলেই কিছু শিক্ষার্থী অপরিপক্ক অবস্থায় ফল পেড়ে নিয়ে যান। পরে এগুলো খেতে না পেরে নষ্ট করে ফেলেন। ফলে হলটির অন্য শিক্ষার্থীরা ফল খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই হল প্রশাসন উদ্যোগ নিয়েছে ফল পাকার পরে সবার মাঝে বন্টন করে দেবে। এটা খুবই ভালো কাজ হবে। প্রশাসনের এমন কাজকে আমরা সাধুবাদ জানাই।

এ বিষয়ে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, ক্যাম্পাসের ফল গাছগুলোর ওপর সব শিক্ষার্থীর সমান অধিকার রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ফল অপরিপক্ব থাকা অবস্থাতেই পেড়ে নিয়ে যাচ্ছে। এতে অন্যরা বঞ্চিত হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিশ্ববিদ্যালয় #ইবি #গাছ