রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন আজ সন্ধ্যায় জারি করা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুমোদন হয়েছে।
সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি কলেজ-১) খোদেজা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, ‘সাত কলেজের অধ্যক্ষকে অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগের অনুমোদন হয়েছে। আশা করছি সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।’
এর আগে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াসকে (পরিচিতি নম্বর- ০১০৪) তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
জানা গেছে, নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে ঢাকার সরকারি সাত কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী এ ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।