এবার নায়েম ও এনইউর খোলা রাখার অফিস আদেশ জারি | বিশ্ববিদ্যালয় নিউজ

এবার নায়েম ও এনইউর খোলা রাখার অফিস আদেশ জারি

ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দুই দিন ১৭ মে ও ২৪ মে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

#নায়েম #জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

সরকারের নির্বাহী আদেশে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ)। আদেশটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) এ সংক্রান্ত এই আদেশ জারি করেছে প্রতিষ্ঠানগুলো।

আদেশে বলা হয়েছে, সরকারের নির্বাহী আদেশে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দুই দিন ১৭ মে ও ২৪ মে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#নায়েম #জাতীয় বিশ্ববিদ্যালয়