দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আবারও তার শিক্ষার্থীবান্ধব উদ্যোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মেধা দেখানো ৭৫ নবাগত শিক্ষার্থীকে টিউশন ফির ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের এনএসইউ প্লাজায় গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় সংগীত পরিবেশনের পর প্রদর্শিত হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অর্জন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যা নবাগতদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে গভীর ধারণা ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।
জানা যায়, এবারের গ্রীষ্মকালীন সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলভুক্ত (অনুষদ) ১৯টি বিভাগে ৩ হাজার ২১৫ শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী ১০১ শিক্ষার্থীকে সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফের বৃত্তির ঘোষণা দেয় এনএসইউ কর্তৃপক্ষ। পরে ১০১ জনের মধ্যে ৭৫ জন ভর্তি হন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফের বৃত্তি পেয়েছেন ২৫ জন। এর মধ্যে ভর্তি হয়েছেন ২১ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।
আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনাজির আহমেদ, রেহানা রহমান, আজিজ আল কায়সারসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, বিভাগীয় প্রধান, ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।