এনএসইউ স্টার্ট-আপ নেক্সটের তৃতীয় কোহর্টের উদ্বোধন | বিশ্ববিদ্যালয় নিউজ

এনএসইউ স্টার্ট-আপ নেক্সটের তৃতীয় কোহর্টের উদ্বোধন

তৃতীয় কোহর্টে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, লজিস্টিক্স, আর্থিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ, এই সব খাতকে প্রতিনিধিত্ব করছে।

#এনএসইউ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) এনএসইউ স্টার্ট-আপ নেক্সটের (এনএসইউএন) তৃতীয় কোহর্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নতুন ব্যাচের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, কর্পোরেট নেতারা, সফল উদ্যোক্তা ও শিক্ষাজগতের প্রতিনিধি, যা বাংলাদেশের উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলায় গুরুত্বপূর্ণ এবং এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

এনএসইউ স্টার্ট-আপ নেক্সট দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও ইনোভেশনকে এগিয়ে নিতে একটি অগ্রণী প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে। প্রোগ্রামটি নতুন উদ্যোক্তাদের জন্য মেন্টরশিপ, ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়ন, বাজার সংযোগ এবং বিনিয়োগ সহায়তা প্রদান করে। প্রথম দুই কোহর্টে ২৫টির বেশি স্টার্টআপের সক্রিয় উন্নয়ন এই উদ্যোগের সফলতার প্রমাণ।

তৃতীয় কোহর্টে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, লজিস্টিক্স, আর্থিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ, এই সব খাতকে প্রতিনিধিত্ব করছে। অনুষ্ঠানে এনএসইউএসএনের ২০২৫ খ্রিষ্টাব্দের রোডম্যাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আন্তর্জাতিক স্টার্টআপ রিসোর্সে প্রবেশাধিকার এবং নীতি, পুঁজি ও কর্পোরেট সংযোগের সমন্বয় ঘটানোর ওপর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটি ডিভিশসনের যুগ্ম সচিব ও প্রজেক্ট ডিরেক্টর মুর্তুজা জুলকার নাইন নোমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ডিইআইইডি প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আইডিইএ প্রকল্পের হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী, এনএসইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুর রব খান, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য বোর্ড এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য বিনজীর আহমেদ, নোঙরহীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ, স্টারজন ক্যাপিটালের ভেঞ্চার পার্টনার বাংলাদেশের ওয়াইজ রহিম।

এনএসইউ প্রশাসন ও এসইউএসএনে প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে জানান, বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা ভাবনা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। স্যামুয়েল মুরসালিন, পরিচালক (ভারপ্রাপ্ত) এসএসইউ স্টার্টআপ নেক্সটের বলেন , “বাংলাদেশি উদ্যোক্তাদের দৃঢ় মনোবল আমাদের আশাবাদী করে তোলে। আমাদের অনেক সময় আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে শুরু করতে হয়, তবুও আমাদের উদ্যোক্তারা সাহস, সৃজনশীলতা ও উদ্যম দিয়ে সেই ব্যবধান দ্রুতই পেরিয়ে যায়।”

রাহাত আহমেদ, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার, এনসোরলেস বাংলাদেশ , বলেন: “নারী ভোক্তা বাজার বিশ্বব্যাপী এবং বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল খাত। এর প্রকৃত সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমাদের আরও বেশি নারী উদ্যোক্তার প্রয়োজন, যারা এই গতিশীল বাজারকে বুঝতে ও প্রতিনিধিত্ব করতে সক্ষম।”

প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বলেন: “প্রতিষ্ঠান হিসেবে আমরা উদ্যোক্তা উন্নয়নকে অগ্রাধিকার দিই। এসএসইউ স্টার্টআপ নেক্সটের মতো উদ্যোগের মাধ্যমে আমরা একটি কাঠামোবদ্ধ পরিবেশ তৈরি করছি, যেখানে উদ্ভাবন বিকশিত হয় এবং শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে চাকরি সৃষ্টিকারী হিসেবে এগিয়ে আসতে পারে।”

অতিথিরা আইডিএ প্রোজেক্ট বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ( বিএইচটিপিএ ) এবং কর্পোরেট ও বিনিয়োগ খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের অব্যাহত সহায়তা ও অবদানের প্রশংসা করেন।

তৃতীয় কোহর্টের এই যাত্রা এসএসইউএসএনের পূর্ণাঙ্গ ইনকিউবেশন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ফাউন্ডার’স ল্যাব , ফ্লাগশিপ ইনকিউবেশন , এবং পোস্ট গ্রাজ্যুয়েশন সার্পোটের মাধ্যমে উদ্যোক্তাদের আইডিয়া তৈরি থেকে শুরু করে বিনিয়োগের জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সহায়তা কাঠামো প্রদান করে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এনএসইউ