দুদকের মামলায় খালাস এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী | বিবিধ নিউজ

দুদকের মামলায় খালাস এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাঁকে খালাস দিয়েছেন।

#দুদক #এনটিভি

এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছবি : সংগৃহীতএনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছবি : সংগৃহীত

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাকে খালাস দিয়েছে।

২০০৭ খ্রিষ্টাব্দের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিনা খাতুন মতিঝিল থানায় মোহাম্মদ মোসাদ্দেক আলী ও স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার পরে ১৪ ফেব্রুয়ারি ২০০৮ খ্রিষ্টাব্দে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর আলম ঢাকার সিএমএম আদালতে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা ও জরুরি ক্ষমতা আইনের ১(ঘ) (৫) ও ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ মোসাদ্দেক আলীর নামে ঢাকায় চারটি ও ময়মনসিংহের আদালতে ছয়টি মোট ১০টি হয়রানিমূলক মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের চারটি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। অপরদিকে ঢাকার চার মামলায়ও খালাস পেলেন।

এ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ৯টি মামলা দায়ের করা হয়; যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে মামলার দায় থেকে মুক্তি পেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#দুদক #এনটিভি